পিবিএ, ঢামেক : রাজধানীর মিরপুর মুসলিম বাজার এলাকার একটি ব্যাক্তিগত অফিসে এয়ার কন্ডিশনের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছে। এরা হলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ সভাপতি আশিকুল ইসলাম আশিক (৫৫) ও তার বন্ধু পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা ফজলুল হক (৫০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ আশিকের পরিচিত এসএম আতাউল হক সনি জানান, আশিক যুবলীগের সহ সভাপতি সহ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক। এছাড়া ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি ও আশিক এন্টার প্রাইজ পরিবহনের মালিক তিনি। থাকেন মিরপুর ডিওএইচএস। বাবার নাম মৃত সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান, সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের ১৮ নম্বর রোডের ডি ব্লকের ১০ নম্বর ভবনের নিচে আশিকের ব্যক্তিগত অফিসে বসে আড্ডা দিচ্ছিলেন তারা দুজন। এসময় রুমের ভিতর এসি’র কম্প্রেসার মেশিন বিস্ফোরণ হয়। এতে তারা দুজন সঙ্গে সঙ্গে দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
দগ্ধ ফজলুল হকের মেয়ে ফারিয়া সুলতানা নিঝুম জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা ফজলুল। পরিবার নিয়ে থাকেন মিরপুর ১২ নম্বর সেকশনের কালশী ই ব্লক ৩ নাম্বার রোডে।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, মুখমন্ডল ও গলাসহ আশিকের শরীরের ২৬ শতাংশ ও ফজলুরে ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ২ জনকেই বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/জেডআই