পিবিএ ঢাকা: রাজধানীর কাঁঠালবাগান এলাকায় একটি ফ্ল্যাটে এসি থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে কাঁঠালবাগানের চারতলা একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ চারজন হলেন- মনিরুজ্জামান লিটন (৪২), তার স্ত্রী মারিয়া ফেরদৌস (২৭), মেয়ে লাইভা (৯) ও ৯ মাস বয়সী ছেলে লিভান। মনিরুজ্জামান পেশায় জাদুশিল্পী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মনিরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ বলেন, কাঁঠালবাগানের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রতিবেশীরা এসে দগ্ধদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসির কোনও ঝামেলা হওয়ায় এই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এসি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণ হলে জানালা বা দরজা ভেঙে যেত।
এ বিষয়ে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ শংকর পাল বলেন, সকাল সোয়া ছয়টার দিকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। মনিরুজ্জামানের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া মারিয়ার ২৭ শতাংশ, লাইভার ১৭ শতাংশ ও লিভানের ৭ শতাংশ পুড়ে গেছে।
পিবিএ/ইকে