এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ২

রাজধানীর নিউমার্কেটের এ্যালিফ্যান্ট রোডে ব্যবসায়ী এহতেশামুল হককে কুপিয়ে হত্যাচেষ্টার চাঞ্চল্যকর দুই জনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো.কাউসার মৃধা (২৪)।

রোববার (১২ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এ্যালিফ্যান্ট রোডের ই সি এস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান সেন্টার) পশ্চিম দিকের কোনায় রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী ধারালো ছুরি, চাপাতিসহ দলবদ্ধ হয়ে ই সি এস কম্পিউটার সিটির ব্যবসায়ী এহতেশামুল হককে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। ওই সময়ে এ্যালিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি ব্যবসায়ী মো. ওয়াহিদুল হাসান দিপু মার্কেটের নিচতলা থেকে গাড়িতে করে বের হয়ে আসার সময় তিনিও দুষ্কৃতকারীদের হামলার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় ভিকটিম এহতেশামুল হককে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় মো. ওয়াহিদুল হাসান দিপুর অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করতে থাকে। ভিকটিম এহতেশামুল হক ও মো. ওয়াহিদুল হাসান মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে এই চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তারা আসামিদের তীব্র রোষানলে পড়েন। এ পরিপ্রেক্ষিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশে এই আক্রমণ করে।

ডিসি জানান, মামলা রুজু হওয়ার পর নিউমার্কেট থানা পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপর হয়। তদন্তাধীন এই মামলায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আজ দুপুরে নিউমার্কেট থানার একটি দল জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেফতার করে। পরে দুপুর ১টায় হাজারীবাগ গার্লস স্কুলের কাছে একটি মেসে লুকিয়ে থাকা অবস্থায় আসিফুল হক আসিফ ওরফে ঝন্টুকে গ্রেফতার করা হয়। ঝন্টু এই মামলার এজাহার নামীয় ৩ নং আসামি।

আরও পড়ুন...