পিবিএ,ঢাকা: রাজধানীর কুর্মিটোলার এয়ারপোর্ট রোডে আবারো দুই বাসের রেষারষিতে প্রাণ গেল এক নিরীহ সাইকেল চালকের। নিহতের নাম রমিজ খান (৪৫)। তিনি নিকুঞ্জ-২ এর জামতলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় হোটেল রেডিসন এর বিপরীত পাশের রাস্তায় ঐ এলাকার একটি বাসায় যাওয়ার সময় পিছন দিক থেকে পাল্লা দিয়ে আসা দুটি বাস দুই পাশ থেকে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
ক্যান্টনমেন্ট থানার সাব-ইন্সপেক্টর কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএ’কে জানান, পুলিশ খবর পেয়ে তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ১১ টার দিকে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত বছর প্রায় একই জায়গায় দুই বাসের রেষারেষিতে স্থানীয় একটি কলেজের দুই শিক্ষার্থী প্রাণ হারায়। সেই ঘটনায় রাজধানী জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলেও একটি হাসপাতাল এলাকার পাশে বাস চালকদের বেপরোয়া বাস চালনা নিয়ন্ত্রণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
পেশায় মালি নিহত রমিজ খান ২ সন্তানের জনক। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি। তার অবর্তমানে তার পর পরিবার চরম ভাগ্য বিপর্যয়ে পড়লো।
পিবিএ/এএইচ