এ দেশের সবাইকে মাওলানা ভাবলে ভুল হবে: ফারুক

Gopalganj Akbar Hossain Pathan (Faruk) PBA

পিবিএ,গোপালগঞ্জ: ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক বলেছেন, যে দেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে, সে দেশের সবাইকে মাওলানা ভাবলে ভুল হবে। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছে, করবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ তার কিছু করতে পারে না। কারণ আল্লাহতালার ছায়া রয়েছে তার উপর।

মঙ্গলবার (২২জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তার বাস্তব রুপ একশ ভাগ এদেশে মানুষকে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরআগে তিনি নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর সাথে ১৫ আগষ্ট শহীদদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

Gopalganj Akbar Hossain Pathan (Faruk) PBA

এসময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওয়াকিলউদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাসার, গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি হাজি সুলতান, সাধারন সম্পাদক হাজী হেদাযেত উল্লাহ, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান দিপু, সাধারন সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান, সহ-সভাপতি দিলরুবা শারমিন ছাড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা-কর্মিবৃন্দ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...