এ মাসেই আবার আসবে ঘূর্ণিঝড়

syclone-PBA

পিবিএ ডেস্ক: মে মাসের প্রথমে ওড়িশার উপকূলে ১৭৫ কিমি গতিবেগে আছড়ে পড়েছিল ফণি। এর আতঙ্ক ছড়িয়েছিল ভারতসহ সারা বাংলাদেশে। তবে এক পর্যায় ফণীর এ আতঙ্ক কেটে যায়। কিন্তু ফণীর আতঙ্ক যাওয়ার পর আবারো নতুন এক ঘুর্ণিঝড়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘বায়ু’।

জানা গেছে, মে মাসের শেষের দিকে আঘাত আনবে ঘূর্ণিঝড় বায়ু। ফণি নামটি যেমন দিয়েছিল বাংলাদেশ। এবার পরবর্তী ঝড়ের নাম দিয়েছে ভারত- বায়ু। ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড় ।

তবে কোথায় এই ঝড় আছড়ে পড়বে তা এখনই বলা যাচ্ছে না।

পিবিএ/এফএস

আরও পড়ুন...