ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায়: তথ্যমন্ত্রী

পিবিএ,ঢাকা: ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের ‘ঐক্য নেই’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যারা নিজেদের ঐক্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে তাদের আন্দোলনের ঘোষণা, সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের ঘোষণা হাস্যকর।

ঐক্যফ্রন্টের অবস্থা দেখে হাসি পায় : তথ্যমন্ত্রী

সোমবার (১০জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘ঐক্যফ্রন্টের অবস্থা দেখে আমার হাসিও পায়, আবার করুণাও হয়। তারা বার বার বলে আসছিলেন বৃহত্তর ঐক্য, জাতীয় ঐক্য এবং ফ্রন্টের নাম ঐক্যফ্রন্ট। এখন ঐক্যফ্রন্টের ঐক্য নেই।’

‘ইতিমধ্যে ঐক্যফ্রন্টের কয়েকজন নেতা জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঐক্য ধরে রাখার জন্য নাকি তারা আজ (সোমবার) বৈঠক ডেকেছে। বৈঠক ডাকার মাধ্যমে তাদের মধ্যে যে ঐক্য নেই সেটি আরও স্পষ্ট হলো’ বলেও যোগ করেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আচরণ শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গিয়ে খালেদা জিয়ার দুয়ারে ১৫-২০ মিনিট দাঁড়িয়েছিলেন। কিন্তু গেট খোলা হয়নি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে খালেদা জিয়াকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং টেলিফোন করেছেন। টেলিফোনে খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন সেটি সমস্ত শিষ্টাচার বহির্ভূত ছিল।’

পিবিএ/আরআই

আরও পড়ুন...