পিবিএ,ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ করে এর প্রতিবাদে বুকে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ‘ভোট ডাকাতির’ নির্বাচনে জয়লাভ করতে যারা সরকারকে সহায়তা করেছে, তাদের সম্মানী ও পুরস্কার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা ।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বেলা ৩টার দিকে শুরু হয়ে চারটা পর্যন্ত চলে। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন,নতুন নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলন অব্যাহত রাখা হবে। আমরা দৃঢ়তার সাথে বলছি, ঐক্যফ্রন্ট ছিল, ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে।
মানববন্ধনে বক্তারা একাদশ সংসদ নির্বাচনের আগের রাতেই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের সহায়তায় ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ করে অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেন। দেশের মানুষ নির্বাচন মেনে নেয়নি দাবি করে নেতারা বলেন, প্রহসনের এই নির্বাচন জাতির জন্য একটি কলঙ্ক হয়ে থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ইতিহাসের পেছনে ফিরে গেলে দেখবেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন হয়েছে। মিডিয়ার কল্যাণে সেদিন ভোট কেন্দ্রে কুকুর ও বেড়াল দেখিছি, কোনো ভোটার ভোট দেয় নাই। ৩০ ডিসেম্বরের নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে।
মানববন্ধনে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল মঈন খান, সেলিমা রহমান, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার। এছাড়াও বক্তব্য রাখেন জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, জেএসডির আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম, জনদলের এটিএম গোলাম মওলা চৌধুরীও বক্তব্য রাখেন মানববন্ধনে।
পিবিএ/এমটি/জেডআই