রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অধীন ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৪ ডিসেম্বর শত্রুমুক্ত হয় এই অঞ্চল।
দিবসটি উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার ওপর স্মৃতিচারণ, ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করা হয়।
দুপুর ১২টায় ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জেলা প্রশাসক হাছিনা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারেরা অংশ গ্রহণ করেন।