মো:তাজুল ইসলাম মিয়াজী, ওমান: প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখতে ওমান শিক্ষামন্ত্রনালয়ের ব্যাবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জোন করা হয়।
বাংলাদেশের নিয়মানুযায়ী, বিভিন্ন খেলা, নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন কর হয়। বিদেশের মাটিতে বাংলাদের ঐতিহ্য ধরে রাখতে এই অনুন্ঠানের আয়জোন করা হয়।
মধ্যেপ্রাচ্যের দেশ গুলির মধ্যে ওমান একটি অন্যতম দেশ, এখানে বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ ধরণের সুযোগ সুবিধা। বাংলাদেশিদের সন্তানদের শিক্ষা ব্যাবস্থা, কর্মসংস্থান, ব্যবস্যা বাণিজ্য।
ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ, জানান বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশের মত সাংস্কৃতিক অনুন্ঠান করতে পাড়ায় তারা আনন্দিত।
পরে বাংলা জাতিয় সংগীতে মধ্য দিয়ে অনুন্ঠানতি সমাপ্ত হয়।
পিবিএ/হক