পিবিএ,ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যাকাণ্ডের ঘটনায় তাঁদের মেয়ে গ্রেফতার ঐশী রহমানের বিরুদ্ধে সাজা বাড়ানোর রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ঐশিকে এ মামলায় আপিল করার আদেশ দিয়েছেন।
আজ সোমবার দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে মাহাবুব হাসান রানাসহ ঐশীর আইনজীবীরা কয়েকটি আবেদন করেন। ঐশী বিষয়ক শুনানি কিশোর আদালতে নেয়ারও আবেদন জানান তারা।
আবেদনে নিহত পুলিশ কর্মকর্তার মেয়েকে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে তার চিকিৎসার ব্যবস্থা করা এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থলে যেতে আসামি পক্ষের আইনজীবীদের অনুমতি দেয়ার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছিলো।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিবিএ/জেডএইচ