খোরশেদ আলম শিমুল,পিবিএ,হাটহাজারী: হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে নুর জাহান মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৫মে) এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ রুহুল আমিন।
জানা যায়, প্রতিদিনের মত রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ইছাপুর ফয়জিয়া বাজারে নুর জাহান মিষ্টির দোকানে মিষ্টি, ঠকদই ও রসমালাই ওজনে কম দিয়ে বিক্রির করার দায়ে দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে মিষ্টির দোকান সাময়িক সময়ের জন্য বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও রুহুল আমিন জানান, উপজেলার ইছাপুর বাজারে নুর জাহান মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনার সময় দেখা যায় মিষ্টি, ঠকদই, রসমালাই বিক্রি করে ওজনে কম দিয়ে। প্যাকেটের ওজন ৭৮ গ্রাম, টক দইয়ের ওজন ৮২৮ গ্রাম, রসমালাইয়ের ওজন ৯৩৮ গ্রাম।
অথচ দোকানদার এসব দ্রব্য বিক্রি করার সময় ১কেজি বলে বিক্রি করে। ওজনে কম দেওয়ায় দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা দিয়ে নুর জাহান মিষ্টির দোকান সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
পিবিএ/আরআই