পিবিএ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না। আজ দুপুর ২ টায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলি আহসান।
তিনি আরও বলেন, তাকে সিঙ্গাপুর পাঠানো সম্ভব কি না তা এখন বলা যাচ্ছে না। কারণ, তার শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই।
সৈয়দ আলি আহসান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনারা দোয়া করেন। আমরা চেষ্টা করছি। এখন দোয়া করা ছাড়া উপায় নেই।
প্রসঙ্গত, আজ ফজরের নামাজের পর অসুস্থ্য হয়ে পড়েন কাদের। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা এনজিওগ্রাম করান। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। বর্তমান তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার প্রস্তুতি চলছে।
তাকে দেখতে হাসপাতালে যান ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরও অনেকে।
পিবিএ/এফএস