ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্নয়ে উন্নতি হচ্ছে: হানিফ

hanif-dhanmobdi-PBA

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমান্নয়ে উন্নতির দিকে যাচ্ছে। তার জীবন আর সংকটাপন্ন নয়।

বুধবার (৬মার্চ) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা জানান।

তিনি বলেন, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদেরের শরীরের অবস্থা স্বাভাবিক হবে। তার পর বাইপাস করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেয়া হবে৷

তিনি আরও বলেন, আমরা আশা করি শিগগিরই আমাদের নেতা পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

 

আরও পড়ুন...

preload imagepreload image