ওভালের আকাশে কালো মেঘ, বাংলাদেশের ম্যাচ নিয়ে শঙ্কা

পিবিএ ডেস্ক: বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ আজ বুধবার। কিন্তু হঠাৎ করে ওভালের আকাশে দেখা দিয়েছে কালো মেঘের ছায়া। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে টাইগার ভক্ত-সমর্থকদের মধ্যে।

বৃষ্টির কারণে মাশরাফি-সাকিবদের অনুশীলনও ব্যাহত হয়েছে। নিউজিল্যান্ড মাঠে কিছু সময় পেলেও মাশরাফিদের অনুশীলন হয়েছে ইনডোরে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লন্ডনে বুধবার সারা দিন তো বটেই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টি হতে পারে।আসলে আকাশের মুখ গোমড়া মঙ্গলবার থেকেই। দিন ভরই সেখানে বৃষ্টি হয়েছে। থেকে থেকে। আগে আবহাওয়ার বার্তায় বলা ছিল মঙ্গলবারের দিনভর বৃষ্টি হয়ে বুধবার নাগাদ সূর্য হাসবে। এক দিন বিরতি দিয়ে আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টি, কিন্তু মেঘের মতিগতি দেখে আবহাওয়া বার্তাও সিদ্ধান্ত বদলেছে।

আজ বৃষ্টি বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কোনো বাগড়া দেয় কি না, সে শঙ্কাটা কিন্তু থাকছেই।

লন্ডনের বৃষ্টিটা থেমে থেমে হয়। খুব বড় আকারে না। সকালে রোদ ছিল লন্ডনে। যদিও তাপমাত্রা কম ছিল। সকালে তাপমাত্রা ছিল ১২-১৩ ডিগ্রি।

এখন পর্যন্ত ৩৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড। ২৪টি জয়ে এগিয়ে আছে ব্ল্যাকক্যাপরা। বাংলাদেশের মতো উইলিয়ামসনরাও জয় দিয়ে আসর শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৩৬ রানে গুটিয়ে দেয় নিউজিল্যান্ড। ১০ উইকেটে জয় পায় ব্ল্যাকক্যাপরা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে শুভ সূচনা করেছে বাংলাদেশ। বাংলাদেশের করা ছয় উইকেটে ৩৩০ রানের জবাবে আট উইকেটে ৩০৯ রানে থেমে যায় দ. আফ্রিকা।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...