ডেভিড ওয়ার্নার ৩১২০ রানে পৌঁছাতেই টিভি পর্দায় দেখানো হলো আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে এককভাবে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তাঁর আর ১ রান দরকার। তা দেখে ধারাভাষ্যকক্ষের শীতল হাওয়ায় বসে মুচকি মুচকি হাসতে লাগলেন অ্যারন ফিঞ্চ। ওয়ার্নার তখন যাঁর সঙ্গে যৌথভাবে শীর্ষ রানসংগ্রাহক, তিনি তো ফিঞ্চই।
অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিঞ্চ ছিলেন ওয়ার্নারের দীর্ঘ দিনের উদ্বোধনী সঙ্গী। দুই বল পর ওয়ার্নার সিঙ্গেল নিতেই করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানালেন ফিঞ্চ। তাঁর দৃষ্টি আকর্ষণ করে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে সাড়া দিলেন ওয়ার্নারও। বার্বাডোজের কেনসিংটন ওভালে ওমানের বিপক্ষে ম্যাচটিতে খুব সম্ভবত এটিই সেরা মুহূর্ত।
প্রথমবারের মতো ২০ দলের টি–টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি অসম লড়াই দেখা যাবে, তা জানা কথা। সেসব লড়াইয়ের একটি এই অস্ট্রেলিয়া–ওমান ম্যাচ। ওয়ার্নারের ফিঞ্চকে ছাড়িয়ে যাওয়ার দিনে মার্কাস স্টয়নিস ব্যাট–বলে দারুণ অবদান রাখলেন। তাতে প্রত্যাশিতভাবেই জিতল অস্ট্রেলিয়া, ব্যবধানটা ৩৯ রানের।
জয় দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করা অস্ট্রেলিয়া নামিবিয়াকে সরিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে গেল। আর নামিবিয়ার বিপক্ষে সুপার ওভারে হারের পর অস্ট্রেলিয়ার কাছেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া একরকম নিশ্চিত হয়ে গেল ওমানের।