ওমানে জুয়া খেলাকে কেন্দ্র করে আহত ১

মোঃতাজুল ইসলাম মিয়াজী,পিবিএ,ওমান: ওমানে দালালের খপ্পরে পড়ে ওমান এসে কাজ কর্ম না থাকায়, দীর্ঘদিন রুমে বসে থাকায় সময় কাটানো জন্য বসে জুয়া খেলে সময় কাটায় প্রবাসী বাংলাদেশিরা,এতে গত কাল রাতে জুয়া খেলা ও মোবাইল চুরি কে কেন্দ্র করে দু পক্ষে হাতাহাতির মাঝে খোকন নামে এক ব্যাক্তি আহত হয়, পরে দু পক্ষের হাতাহাতির শব্দে আশেপাশের বাংলাদেশি ও ওমানিরা এসে ঘটনা নিয়ন্ত্রণ করে।

প্রবাসী বাংলাদেশিরা জানান, কিছু অসাধু বাংলাদেশী ওমানে এমন কিছু অপকর্ম করে যা অন্য বাংলাদেশীদের জন্য লজ্জাজনক হয়ে উঠে।
তারা যেমন বাংলাদেশে কাজ কর্ম না করে ঘুরে বাড়ায়, তারা প্রবাসে এসে ও কাজ না করে ঘুরে বেড়ায়, সারাদিন শুয়ে থাকে, আর রাত হলে, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়এবং মারামারিসহ বিভিন্ন কাজ করে বেড়ায়।
জানা যায়, তাদেরকে কাজ দিলেও তারা কাজ না করে পালিয়ে আসে, এবং দীর্ঘাদিন বসে থাকে, এবং জুয়াসহ বিভিন্ন কাজে নিয়জিত থাকে বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।
আহত খোকনের দেশের বাড়ী নোয়াখালী সোনাইমুড়ীতে বলে জানা যায়।
পিবিএ/জেআই

আরও পড়ুন...