পিবিএ, ওমান : মহামারি করোনা ভাইরাস সংক্রমণে ওমানে টানা ২ মাস লকডাউনে সংকটে রয়েছে প্রবাসী বাংলাদেশিরা ও ওমানিরা, তারী মধ্যে কষ্টে দিন কাটাচ্ছে ওমানে বসবাস কারি প্রবাসীরা।
তারী মধ্যে গত ৪৮ ঘন্টা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ওমান সালালাহ্ দেখা দিয়েছে নতুন সংকট।
জানা গেছে, গত ৪৮ ঘন্টা বৃষ্টির অতিরিক্ত পানির স্রোতে পড়ে ৪ ওমানি মৃত্যু হয়, এতে হাসান নামে বাংলাদেশি নিখোঁজ হয়েছে। নিখোঁজ হাসান কক্সবাজারে বাসিন্দা বলে জানা যায়।
এবং ওমান সালালাহ্ ২০১৭ সালে ১৪ মে, টানা ১২ ঘন্টা বৃষ্টিতে পানির স্রোতে ৪ বছরের শিশু সহ ১৩ জনের মৃত্যু ও ৭ জন নিখোঁজ হয়েছেন।
এতে ওমান সালালাহ্ ক্ষতির পরিমাণ ছিল ৫ শ” কোটি ৯৬ লক্ষ টাকা।
এতে এক ওমানির মোটু ফোনে আলাপ করলে তিনি জানান আজ কয়েক বছর যাবত, সালালাহ্তে দুর্বৃত্ত দেখা দিচ্ছে। এতে প্রত্যেক বার ওমানি সহ বাংলাদেশি কিছু সংখ্যা মানুষ নিখোঁজ হয়, যাদের খোঁজ কিছু মিলে, এবং কিছু মিলেনা।
তিনি আরো বলেন, যারা নিখোঁজ হয়েছেন, তারা কেউ রাস্তায় চলাচল অবস্থায় ছিলো, আবার কেউ গাড়িতে ছিলেন, এতে বৃষ্টির পানির স্রোতে বাসিয়ে নিয়ে যায় তাদের, এবং তাদের খোঁজ সহজে মিলেনা।
পিবিএ/মোঃ তাজুল ইসলাম মিয়াজী/এমএ