ওমানে তামাক-অ্যালকোহলের ওপর শতভাগ কর

পিবিএ ডেস্ক: তামাক, অ্যালকোহল এবং শুকরের মাংসের ওপর শতভাগ কর বসাচ্ছে ওমান। জুনের ১৫ তারিখ থেকেই এ নিয়ম কার্যকর করা হবে। তেল থেকে আসা আয়ের ওপর চাপ কমাতে এবং রাজস্ব বৃদ্ধিতে অন্যান্য গাল্ফ সরকারের মতোই একই পথে হাঁটার চেষ্টা করছে সুলতান শাসিত দেশটি।

শতভাগ ট্যাক্স পড়ার তালিকায় আরো আছে এনার্জি পানীয়। আর ৫০ শতাংশ কর বসবে কার্বোনেটেড পানীয়ের ওপর। এসব তথ্য জানান দেশটির সেক্রেটারিয়েট জেনারেল ফর ট্যাক্সেসন। নতুন আরোপিত ট্যাক্সের মাধ্যমে বছরে ২৬০ মিলিয়ন ডলার বাড়তি আয় আসবে সরকারের। গত নভেম্বরেই এ তথ্য দিয়েছিলেন সুরা কাউন্সিলের ইকোনমিক অ্যান্ড ফিনানসিয়াল কমিটির প্রধান সালেহ বিন সাঈদ মাসান।

নতুন ট্যাক্সব্যবস্থা সাজাতে ওমান প্রায় ১৮ মাস দেরি করে ফেলেছে। ওপেকের বাইরের এই দেশটি আরবের ক্রুড উৎপাদনের শীর্ষে রয়েছে। তেলের দাম একেবারে কম সেখানে। এ কারণে তাদের রিজার্ভ ক্রমশই কমে আসছে। তাদের ধনী প্রতিবেশীদের পথেই হাঁটতে হবে ওমানকে। যেভাবেই হোক তাদের রাজস্ব বাড়াতে হবে।

এ বছর ওমানের রাজস্ব ঘাটতি ৯.১ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৩ শতাংশ বাড়তে পারে। ব্লুমবার্গের অর্থনীতিবিদদের বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে।

২০১৭ সালের ১ অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত কোমল পানীয় এবং তামাকের পণ্যের ওপর কর বৃদ্ধির নিয়ম আরোপ করেছে। এর মাধ্যমে ক্ষতিকর পণ্য ভোগ একদিকে যেমন কমে আসবে, তেমনই আয়ের নতুন নতুন উপায় বেরিয়ে আসছে।

প্রাইভেট সেক্টর এবং আইএমএফ এর সাথে টানা দুই বছর গবেষণার পর সংযুক্ত আরব আমিরাতের এক্সাইজ ট্যাক্স কার্বোনেটেড, চিনিপূর্ণ পানীয়ের ওপর ৫০ শতাংশ এবং রেড বুল এবং তামাকজাত পণ্যের ওপর শতভাগ ট্যাক্স বসিয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...