মোঃতাজুল ইসলাম মিয়াজীঃ ওমানের আল খোয়ের এলাকায় মাইটিভির ওমান প্রতিনিধি জসিম উদ্দিনের একমাত্র ছেলে শিশু জোবায়েদ মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসার পাশের পুরাতন দেয়াল ভেঙে তার মাথার উপর পরে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাথে সাথে পুলিশ এসে তার মৃতদেহ হাসপাতালে নিয়ে যায়।
জানা যায় ঈদে সময় জসিম উদ্দিন তার স্ত্রী সন্তানকে নিয়ে ঈদ করবে বলে ওমানে বেড়াতে নিয়ে আসে ৩ মাসের জন্য, খুব আনন্দ সময় কাটাচ্ছিল তাদের । হঠাৎ গত কাল সন্ধা তাদের জীবনে নেমে এসেছে শোকে। জসিম উদ্দিন জানান নিহত জোবায়েদ ৯ বছরের সন্তান। এই বয়েসে সন্তানকে হারিয়ে জসিম উদ্দিন ও তার স্ত্রী পাগলের মত হয়ে আছে।জসিমে দেশের বাড়ী ফটিকছড়ি বলে জানা যায়। নিহত শিশু জোবায়েদের মর্মান্তিক মৃত্যুতে ওমান প্রবাসী ও ওমানিরা ও শোক প্রকাশ করেছেন।
পিবিএ/বাখ