পিবিএ, ওমান থেকে মোঃতাজুল ইসলাম মিয়াজীঃ ওমান সালালাহ্ সব থেকে বড় বাজার হিসেবে গড়ে উঠেছে বাংঙ্গালী বাজার, এই বাজারে সব ব্যবসায়ী বাংলাদেশি, এত ব্যবসায়ীরা জানান ওমানে কাজের চাহিদা কম থাকায় তারা ওমানিদের থেকে জায়গা ভাড়া নিয়ে, বাংলাদেশের মত শাকসবজি করার উদ্যোগ নেয়।
এবং হার ভাঙ্গা পরিশ্রম মধ্য দিয়ে উৎপাদান করেন, বাংলাদেশিয় ফল, মূল, শিম, টমেটো, আলু, গাজর, বাধা কপি,ফুল কপি, সহ বিভিন্ন শাকসবজি। সে গুলো বাংঙ্গালী বাজারে এনে বিক্রি করায় বেশ সফলতা পেয়েছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা, এই বাজার থেকে ওমানি, বাংলাদেশি সহ বিভিন্ন দেশে মানুষ বাজার করে নিয়ে যায়, এই বাজারে পাওয়া যায়, মাছ মাংস সহ সব দরণের শাকসবজি।
এবং বাংলাদেশীদের সাফল্য দেখে ওমানিরা ও শাকসবজি করার উদ্যোগ নেয়, এবং ওমানিরা বাংলাদেশি শ্রমিকদের সাফল্যের কথা তুলে ধরে ওমান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে । এতে ওমান কৃষিমন্ত্রণালয় বাংলাদেশি শ্রমিকদের কাজের প্রশংসা করে এবং কৃষি ক্ষেত্রে ওমানের নাগরিকদের কৃষিকাজে উদ্বুদ্ধ করেত আর্থি ক লোন দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে ।
পিবিএ/বাখ