ওমানে মাদক ব্যবসার অভিযোগে ১৬ বাংলাদেশী আটক

পিবিএ,ওমান: গত রবিবার সন্ধার সময় এক ভারতীয় নাগরিক লেশমন নামে এক ব্যাক্তি মদ্যপান করে বাসায় গিয়ে তার স্ত্রীকে মারধর করে, এতে তার স্ত্রী গুরুতর আহত হয়। পরে নেশা অবস্থায় লেশমন বাহিরে আসে এবং রাস্তার পাশে পড়ে থাকে, এতে রাস্তা পরিষ্কার করা শ্রমিক তাকে দেখতে পায়, এবং পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নেয়, এবং তার জ্ঞান ফিরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করে, সে এই মাদকদ্রব্য কোথা থেকে এনেছে এবং কার কাছে থেকে এনেছে, এই দিকে তার স্ত্রীকে বাসার লোকজন এক ই হাসপাতালে নিয়ে আসে, এতে ঘটনাটি আরো জটিল হয়ে দাঁড়ায়।

এতে ওমান রয়েল পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এবং লেশমনকে আরো জিজ্ঞাসাবাদ করে কারা এগুলো বিক্রয় করে এবং তার তর্থ অনুসারে এক বাংলাদেশি নাজমুল নামে একজনকে আটক করে, পরে নাজমুলের তথ্য অনুসারে আরও ৫ জনকে আটক করে, বাকি ৫ জনের তথ্য অনুসারে আরো ১০ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে রয়েল পুলিশ।

আটককৃতদের মাঝে ৪ জন নতুন লোক রয়েছে বলে জানা যায়, এই ৪ জন ওমানে এসেছে মাত্র ৫ মাস, ৪ অনুসারে তাদের কে যে এনেছে তার সাথে কথা বলে জানা যায়, তাদের কে এনেছে ৫ আগে এবং তাদেরকে মালিকের কাজে ও দিয়েছে তারা ২ মাস মালিকের কাজ করে সেখান থেকে পালিয়ে যায়।

এবং অনেক খোঁজার পরেও তাদের কোন খোঁজ পায়নি, এখন তারা মাদক ব্যাবসায় লিপ্ত হয়েছে, এ ব্যাপারে আমার মালিকের বা আমার কোন কিছুই করার নেই বলে জানান সেই, এবং সেই আরো জানান এই ৪ জনের দেশের বাড়ি পাসপোর্টে রয়েছে নোয়াখালী অথচ তাদের কথা বার্তা চলাফেরায় ছিল চট্টগ্রাম অঞ্চলের মতন, মনে হয় যেনো রোহিঙ্গাদের মতন। পরে পুলিশ সূত্র জানা যায় আটককৃতদের আজ মঙ্গলবার সকাল ১০ টায় আদালতে উঠায় এবং প্রত্যেকের পাঁচ বছর করে জেল হয়েছে বলে জানা যায়।

পিবিএ/তাজুল ইসলাম মিয়াজী/বিএইচ

আরও পড়ুন...