পিবিএ,ওমান: ওমানে গত শনিবার (১৩-০৭-২০১৯) স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় দিগে বৃষ্টি ভেজা রাস্তায় দূরত্ব বেগে প্রাইভেট গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বাংলাদেশি গুরুতুরু আহত হয়। জানা যায় ওমান সালালাহ্ মেলা দেখতে মাস্কেট থেকে সালালাহ্ আসে তারা, এবং তারা একি কোম্পানিতে কাজ করে এতে ৭ দিনের ছুটি নিয়ে মেলা দেখতে আসে সালালাহ্।
এতে গত কাল রাত ১২ দিগে হালকা বৃষ্টি হলে এতে রাস্তায় জমে থাকা পানিতে দূরত্ব গতিতে গাড়ি চালিয়ে মেলা দেখতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। পরে ঘটনার স্থানে ওমান রয়েল পুলিশ ও ফায়ার সার্ভিস এসে তাদের কে ওমান কাবুজ হসপিটালে নেওয়া হয়, এবং কর্মরত চিকিৎসক তাদের ৩ অবস্থা আশংকা জণক বলে জানিয়াছে।
আহতরা হলেন : কুমিল্লা চৌদ্দগ্রাম রাজাপুরের সুমন, চাঁদপুর কচুয়া আলি হায়দার ও সামছু, বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। প্রতি বছর জুলাই মাসের ১ তারিখ থেকে জমে উঠে খরিফ বাণিজ্য মেলা, এই মেলা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক ওমানে আসে।
এতে সালালাহ্ ঘণো কুয়াশার মত বৃষ্টি লেগে তাকে সারাক্ষণ এই ঘণো কুয়াশা ওমানিরা সহ বিভিন্ন দেশের পর্যটক নাচে গানে আনন্দে মেতে উঠে, তা দেখতে মানুষ ওমান সালালাহ্তে আসে। এবং এতে অনেকে দুর্ঘটনা সম্মুখীন হন।
পিবিএ/তাজুল ইসলাম মিয়াজী/বিএইচ