ওমানে শপিংমলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নিহত

পিবিএ,ওমান: ওমানে গত রোববার (১৪-০৭-২০১৯) রাত স্থানীয় সময় ০১: ৩০ মিনিটের সময় একটি শপিংমলে বিদ্যুৎ শটে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি ও ১ আফ্রিকান নাগরিক নিহত হন। জানা যায় রাত ১ টা দিগে মার্কেট বন্ধ করবে এমন প্রস্তুতি নই, এতে দুই বাংলাদেশি মার্কেট পরিষ্কারে কাজে নিয়োজিত থেকেন, ও আফ্রিকান এক নারী কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকেন।

এমন সময় মার্কেটের প্রথম সারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়,এবং ভিতরে থাকা দুই বাংলাদেশি ও আফ্রিকান নারী মৃত্য হয়। এতে আহত হয় ৭ জন, পরে ফায়ার সার্ভিস এসে পায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাবস্যায়ীরা জানান আর্থিক ক্ষতি হয়েছে পায় ৩০০ কোটি টাকা। নিহতরা হলেন বিকাশ চন্দ্রদাস কক্সবাজার চগড়ি,মোঃ ইলিয়াস খাগড়াছড়ি বাসিন্দা।

পিবিএ/তাজুল ইসলাম মিয়াজী/বিএইচ

আরও পড়ুন...