ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীসহ নিহত ২

মোঃ তাজুল ইসলাম মিয়াজী,পিবিএ,ওমান: ওমানে তেলের ট্যাংকারে গাড়ি সড়ক দুর্ঘটনা জাহিদ নামে বাংলাদেশি ও এক ইয়েমেনীয় নাগরিক নিহত হন।

জানা যায় রবিবার বিকেলে সালালাহ্ থেকে মাস্কাট যাওয়ার পথে সালালাহ্ থেকে প্রায় ৫ শত কিলোমিটার দূরে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে, পরে তাদের গুরুত্বরু অবস্থা ওমান রয়েল পুলিশ ও ফায়ারসার্ভিস এসে তাদের কে হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাদের মৃত্যু হয়।

নিহত জাহিদের দেশে বাড়ী কক্সবাজার রামু এলাকারা মোঃ আব্দুল হাকিমের ছেলে জাহিদ। জাহিদের ভাই জামাল উদ্দিন পিবিএ’কে জানান, জাহিদ ৭ বছর ওমানে রয়েছে এবং কোরবানে ঈদেরছুটিতে দেশে আসার কথা ছিলো জাহিদের, এবলে কান্নায় ভেঙে পড়েন তিনি,

জাহিদের মৃত্যুতে ওমান বাংলাদেশী পিবিএ এজেন্সি পাঠক ফোমার গভীর শোক প্রকাশ ও ওমান প্রবাসী বাংলাদেশী ও ওমানিরা গভীর শোক প্রকাশ করেছেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...