মোঃতাজুল ইসলাম মিয়াজী,ওমান: ওমানে কর্মরত অবস্থায় সোমবার স্থানীয় সময় বিকাল ৫ টায় সড়ক দুর্ঘটনা সুমন নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে।
জানা যায় ,নিহত সুমন ওমানে একটি সিরিজ ফ্যাক্টরিতে সেলম্যন হিসেবে কর্মরত চিলো, সোমবারে বাড়ীতে টাকা পাঠিয়ে, হাতে সময় কম থাকায় দ্রুত বেগে গাড়ি চালিয়ে ফ্যাক্টরিে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমনের দেশের বাড়ী সিলেট মৌলভীবাজার, আবু ছাতারে ছেলে সুমন গত ২ মাস আগে ছুটি কাটিয়ে ওমানে ফিরে আসেন । তার সাথে কর্মরত বাংলাদেশীরা জানান, সুমন খুব ভদ্র, শান্ত, নামাজি ছিলো।
সুমনের অকাল মৃত্যু তে ওমান রয়েল পুলিশ, ও ওমান প্রবাসী বাংলাদেশীরা গভীর শোক প্রকাশ করেছেন।
পিবিএ/হক