ওমানে ৪ বাংলাদেশি ২ ভারতীয় নাগরিক গ্রেফতার

মোঃতাজুল ইসলাম মিয়াজী, পিবিএ, ওমান: ওমানে লাইসেন্স ছাড় অবৈধ ভাবে খাবারের হোটেলে অসাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় সোমবার স্থানীয় সময় রাত ১২ টায় , ৪ বাংলাদেশি ও ২ জন ভারতীয় নাগরিকে আটক করে ওমান লেবার কোট।

জানা যায় ওমানে দীর্ঘদিন ধরে ওমানে পুরানো বাসা বাড়িতে অবৈধ ভাবে খামচিন নামে খাবার হোটেল তৈরী করে প্রবাসী বাংলাদেশীরা, যা ওমানের আইনত ভাবে অপরাধ, খামচিন নামে খাবারের হোটেলে গোপনীয় ভাবে মদ, খাজা,জুয়ার আড্ডা সহ অবৈধ মালামাল বহুদিন ধরে বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
সোমবার রাতে সাদা পোশাকে সরকারি নিরাপত্তা বাহিনীর অভিযানে খামচিনের মালিক সহ ৬ জনকে নিশাগস্ত অবস্থায় আটক করে। লেবার কোট জানায় ৬ জনের ভিসা ছিলনা।
আটক কৃতরা হলেন: কুমিল্লা হোসেন আহম্মেদ, সিলেট মৌলভীবাজার কামাল, নোয়াখালী বেলাল ও শাজু , বাকি ২ জন ভারতীয় নাগরিক বলে জানা যায়।
পিবিএ/টিআইএম/জেডআই

আরও পড়ুন...