পিবিএ,ওমান: ওমানে প্রতি বছর এই সময় হয় খারিফ , জমে ওঠে মেলা, বিশ্বের সব জাগায় থেকে এই খারিফ দেখতে আসে পর্যটক, তাই জমে ওঠে মেলা। এই সময় প্রতেক্ষ ব্যাবস্যায়ী
আশায় থাকে মেলায় ব্যাবস্যা করবে, এই মেলা ব্যাবস্যা করে আসছেন প্রবাসী বাংলাদেশি ব্যাবস্যায়ীরা সহ ওমানি, ভারতীয়, তুর্কি ব্যাবস্যায়ীরা তবে এই মেলা সবছে বেশি ভূমিকা ও সাফল্য অর্জন করেন বাংলাদেশি ব্যাবস্যায়ী ও ওমানিরা কিন্তু জমে ওঠেনি এখনো মেলা আসেনি ক্রেতারা,
কিছু ব্যাবস্যায়ীদের সাথে কথা বলে জানা যায় গত ২০১৬, যে ভাবে জমে ওঠেছে খারিফ মেলা, বিগত ২০১৭-২০১৮, ২০১৯ তা জমে ওঠেনি এই খারিফ, কারন নেই কোন বৃষ্টি, নেই ঠান্ডা হাওয়া, খারিফ বলতে ঘনো কুয়াশা হালকা বৃষ্টি,এটাই খারিফ।
তা এখনো দেখা দেইনি। শহর গুলোতে, শুধু পাহাড় অঞ্চল গুলিতে কিছুটা দেখা যায় ঘনো কুয়াশা হালকা বৃষ্টি, তাই এখনো শহর গুলোতে মেলা জমে উঠেনি।
মেলা চলছে ১০ জুলাই থেকে এখনো খরিফের কোন কিছুয় দেখা যাচ্ছে না।
এই মেলা পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য নাচে গানে ও সার্কাসের আয়োজন করে যা দেখতে দেশ বিদেশের মানুষ ছুটে আসে ওমান সালালাহ্।
ওমানিদের সাথে কথা বলে জানা যায় চলিত মাসের শেষের দিগে কিছুটা খারিফ জমতে পারে বলে জানান তারা ।