ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ইংল্যান্ড: ষষ্ঠ স্থানে বাংলাদেশ

পিবিএ স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠের বিশ্বকাপে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই শুরু করেছিল ইংল্যান্ড। তবে মাঝে এসে ভারতের কাছে পিছু হটতে হয় দলটিকে। কিন্তু নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নের মুকুট পরায় ভারতকে টপকে ফের শীর্ষস্থান দখল করলো ইয়ন মরগানবাহিনী। আর লর্ডসে ঐতিহাসিক ফাইনাল খেলা নিউজিল্যান্ডও নিজেদের উন্নতি করেছে। সেমিফাইনাল ও ফাইনাল শেষে গত সোমবার আইসিসি ওয়ানডে টিম ও প্লেয়ার র‌্যাংকিং প্রকাশ করে। যেখানে খুব বেশি পরিবর্তন না হলেও ইংলিশদের সিংহাসন ছেড়ে দ্বিতীয়স্থানে নেমে গেছে টিম ইন্ডিয়া। আর রানার্স-আপ নিউজিল্যান্ডের অবস্থান দাঁড়িয়েছে তৃতীয়তে। মরগানদের রেটিং পয়েন্ট ১২৫। ভারতের ১২২ ও কিউইদের ১১২। পরের অবস্থানগুলোতে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান।

পিবিএ/বাখ

আরও পড়ুন...