ওলামা দলের সভাপতি মালেকর ইন্তেকাল

পিবিএ, ঢাকা : বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ এমএ মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টায় রাজধানী ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ইন্তেকাল
ফাইল ফটো

বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি পিবিএকে জানান, এম এ মালেক দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান।

এম এ মালেক ৩ মেয়ে ২ ছেলে বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বেলা ১১টা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমএ মালেকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরে নেয়া হবে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...