ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

পিবিএ,যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির ৯ জন প্রতিনিধিকে আটক করে প্রত্যেকের কাছ থেকে ৫শত টাকা ও হাসপাতাল চত্তরে অবৈধভাবে গাড়ি পাকিং করার দায়ে একটি প্রাইভেট কারকে ২ শত টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জরিমানা
ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে জরিমানা

এ ছাড়া হাসপাতাল চত্তর থেকে দালাল ও অবৈধ দোকানদার,যততত্র গাড়ি পাকিং অপসারণ করেছেন।বৃহস্পতিবার সাড়ে ১১ টায় থেকে সাড়ে ১২ টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতাল চত্তরে এই অভিযান পরিচালনা করেন যশোর জেনারেল নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা।

আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের জানান,হাসপাতালে রোগী দেখার সময় ডাক্তার ভিজিটের নামে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উৎপাত বন্ধ করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার হাসপাতালে অভিযান চালায়।এ সময় জরুরি বিভাগ,চিকিৎসকদের কক্ষ,করোনারী কেয়ার ও হাসপাতাল ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

হাসপাতালের প্রাচীর সংলগ্ন বেশকিছু দোকান অবৈধভাবে গড়ে উঠেছিল।সবসময় যানজট গেলেই থাকতো।বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা মোটরসাইল রাখতো যত্রতত্র তাতে হাসপাতালে যানজট লেগেই থাকত।কয়েকটি দালালদের ধরার টেষ্টা করলে তারা সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বলেন,বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ডাক্তার ভিজিটের নামে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উৎপাত করে এমন অভিযোগের পেক্ষিতে হাসপাতালে অভিযান চালানো হয়।তার পেক্ষিতে ভোক্তা সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৪ ধারা মতে বিভিন্ন ওষুধ কোম্পানির ৯ জন প্রতিনিধিকে প্রত্যেকে ৫০০ টাকা জরিমানা এবং অবৈধভাবে গাড়ি পাকিং করায় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।

পিবিএ/জেএইচ/আরআই

আরও পড়ুন...