ওসি মোয়াজ্জেম কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পেলেন

পিবিএ ঢাকা: অবশেষে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা পেলেন (ডিভিশন) নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া সোনাগাজী মডেল থানার ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেন।

সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেন শুনানি শেষে মোয়াজ্জেম হোসেনকে জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির মর্যাদা (ডিভিশন) দেয়ার নির্দেশ দেন।

আজ ট্রাইব্যুনালে এ আসামির পক্ষে কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন প্রদানের জন্য আবেদন করেন আইনজীবী ফারুক আহমেদ। তিনি বলেন, আসামি মোয়াজ্জেম ওসি হিসেবে নবম গ্রেডের অফিসার। তিনি এখনো চাকরিরত। ২০১২ সালের ৩০ জুলাইয়ের গেজেট অনুযায়ী তিনি প্রথম শ্রেণির কর্মকর্তা ও নাগরিক। তাই তিনি কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদার সব সুযোগ-সুবিধা পেতে পারেন।

এর আগে ১৭ জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন তার আইনজীবী জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...