ওয়াইসি দ্বিতীয় জাকির নায়েকে পরিণত হচ্ছেন- বাবুল সুপ্রিয়


পিবিএঃ অলইন্ডিয়া-মজলিস-ইত্তেহাদুল মুসলেমিন প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি ‘দ্বিতীয় জাকির নায়েক’ হতে চলেছেন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

ইসলাম ধর্মের বক্তা জাকির নায়েকের সঙ্গে তুলনা করে বাবুল সুপ্রিয় বলেছেন, ওয়াইসি ক্রমেই দ্বিতীয় জাকির নায়েকে পরিণত হচ্ছেন।

বাবরি মসজিদ মামলায় সুপ্রিমকোর্টের রায় নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াইসি। শুক্রবার জাতীয় একটি সংবাদমাধ্যামকে দেয়া সাক্ষাৎকারেও তিনি বলেন, আমি আমার বাবরি মসজিদ ফেরত চাই।

এর পর দিন শনিবার বাবুল সুপ্রিয় তাকে এ তকমা দেন।

আসাদুদ্দিনের ‘আই ওয়ান্ট মাই মসজিদ ব্যাক’ মন্তব্যের স্পষ্ট বিরোধিতা করে শনিবার বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয় জানিয়েছেন, অলইন্ডিয়া-মজলিস-ইত্তেহাদুল মুসলেমিন প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েইসি ক্রমেই দ্বিতীয় জাকির নায়েকে পরিণত হচ্ছেন। উনি যদি প্রয়োজনের বেশি কথা বলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দেশে আইনশৃঙ্খলা রয়েছে।

পিবিএ/এমআই

 

আরও পড়ুন...