ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেলেন আরোও পাঁচ ক্রিকেটার

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কা ‘এ’ দলে বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে মমিুলদের সাথে যোগ দিতে আজ সকালে দেশ ছেড়েছেন আরো পাঁচ ক্রিকেটার।

পাঁচ জন ক্রিকেটার হচ্ছেন,-ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাইম শেখ। অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব, আরিফুল হক এবং পেস বোলার আবু হায়দার রনি।

জাতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি নাইম শেখের। ২০ বছর বয়সী মোহাম্মদ নাইম শেখ এখন অব্দি ৪ টি প্রথম শ্রেণির ম্যাচ, ৩২ টি লিস্ট-এ ম্যাচ ও ৭ টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন। ৪ টি লিস্ট-এ সেঞ্চুরির মালিক বাঁহাতি এই ওপেনার জুলাইয়ে খেলেছিলেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে লঙ্কান ইমার্জিং দলের বিপক্ষে খুব একটা ভালো করতে পারেননি তিনি।

আরেক ওপেনার সাইফ হাসান কদিন আগে ভারতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের নেতৃত্ব দিয়ে এসেছেন। আগস্টে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে কথা বলেছিলো সাইফের ব্যাট, করেছিলেন ১ সেঞ্চুরি। নির্বাচকদের রাডারে খুব ভালোভাবেই আছেন ২০ বছর বয়সী সাইফ।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে আলোচনায় আফিফ হোসেন ধ্রুব। বয়সভিত্তিক পর্যায় থেকে নিজেকে প্রমাণ করে আসা এই অলরাউন্ডার জাতীয় দলের ভাবনায় আছেন ভালোভাবেই। শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে আফিফ ছিলেন উজ্জ্বল।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা আবু হায়দার রনি সম্প্রতি ভারতে খেলে এসেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে। যেখানে বাংলাদেশ ১ ম্যাচ জিতেছে আবু হায়দার রনির বোলিং পারফরম্যান্সেই।

আরিফুল হক স্বাদ পেয়েছেন তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার। ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা আরিফুল হক ঠিক নিজেকে মেলে ধরতে পারছেন না সাম্প্রতিক সময়ে।

ওয়ানডে সিরিজের আগে দুইটি চারদিনের ম্যাচের প্রথম ম্যাচটি ড্র’য়ের পর দ্বিতীয় ম্যাচটিও ড্র’য়ের পথে।

শ্রীলঙ্কায় তিন ম্যাচ ওয়ানডে ম্যাচের সূচীঃ

১ম ওয়ানডে→ ৯ অক্টোবর, হাম্বানটোটা
২য় ওয়ানডে→১০ অক্টোবর, হাম্বানটোটা
৩য় ওয়ানডে→১২ অক্টোবর, কলম্বো।

পিবিএ/ইকে

আরও পড়ুন...