ওয়ার্ড কমিশনার মিজানের বিরুদ্ধে র‌্যাবের দুই মামলা

পিবিএ,ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের ৩২ নং ওয়ার্ডের কমিশনার হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা এবং শ্রীমঙ্গলে র‌্যাব বাদী হয়ে পৃথক মামলা দু’টি দায়ের করে। মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১’র অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থানায় মানি লন্ডারিং আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শ্রীমঙ্গলে একটি বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল, চার রাউন্ড গুলি ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...