পিবিএ,ঢাকা: চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করেছে র্যাব। শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদরদফতরের মিডিয়া উইংয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান।
তিনি বলেন, পাশ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থেকে তাকে আটক করেছে র্যাব। ২ দিন আগে মোহাম্মদপুরে অপরাধ সাম্রাজ্য গড়ে তুলে হঠাৎ অর্থবিত্তে ফুলে-ফেঁপে ওঠা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। অবশ্য সেখানে তাকে পাওয়া যায়নি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে, পাগলা মিজান একজন ভয়ংকর সন্ত্রাসী। তার নামে নানা অভিযোগ রয়েছে। এমন কী আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাসায় হামলা করেছিল যারা, সেই দলেরও একজন তিনি।
পিবিএ/বাখ