পিবিএ বিনোদন ডেস্ক: তামিল, কন্নড় এবং মালায়ালাম ছবিতে কাজ করার সুবাদে ধুরে ধীরে নিজের কেরিয়ারকে গুছিয়ে নিতে পেরেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া মেনন।
গোটা দেশ যখন ঘরবন্দি অবস্থায় কাটাচ্ছে, সেই সময় ভাইরাল হল ঐশ্বরিয়া মেননের নতুন ছবি। ঐশ্বরিয়া’র ওই ছবি দেখে আপ্লুত নেট জনতা।
লকডাউনের মধ্যে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন মালায়ালামের এই প্রথম সারির অভিনেত্রী। তবে লকডাউনের মধ্যে যেভাবে ঐশ্বরিয়া একের পর এক ছবি প্রকাশ্যে আসছে এবং ভাইরাল হচ্ছে, তা নিয়ে অভিনেত্রী কোনও মন্তব্য করেননি। লকডাউনের জেরে আপাতত বাড়িতেই কাটছে ঐশ্বরিয়ার সময়।
প্রায় ষোলো লক্ষ ফলোয়ার্স তাঁর ইনস্টাগ্রামে যেখানে মাঝেমধ্যেই নিত্যনতুন ছবি আপলোড করে থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে নিজের কেরিয়ারকে সাজিয়ে তুলেছেন ঐশ্বরিয়া।
দেখুন সেই ছবি
https://www.instagram.com/p/CCJFXtQDkZv/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CCIssyBDfic/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CDOENKujq2P/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CCL01amD-3k/?utm_source=ig_embed
https://www.instagram.com/p/CCGlOdaDbdK/?utm_source=ig_embed