ওয়েস্ট উইন্ডিজ কিংবদন্তী তারকা ব্যাটসম্যান মারা গেলেন

পিবিএ,খেলাধুলা: মারা গেলেন উইন্ডিজের সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান সোমোর নার্স। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার একটি হাসপাতালে মারা যান এই কিংবদন্তী ব্যাটসম্যান। মারা যাওয়ার সময় তার বয়স ছিল ৮৫!

ক্যারিবিয়ান মিডিয়া অনুযায়ী সোমবার কুইন ইলিজাবেথ হাসপাতালে মারা যান সোমোর নার্স। তার দুই কন্যার মাধ্যমে জানতে পারে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যান নার্স। তার মৃত্যুর খবরের পর পুরো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক উইন্ডিজ ওপেনার ডেসমন্ড হেইন্স নিজের ফেসবুকে লিখেন, “দুইদিন আগেই আমি, দুই উইন্ডিজ ওপেনারের (হোপ, ক্যাম্পবেল) বিশ্ব রেকর্ড উদযাপন করছিলাম এবং আজ রাতে নার্সের কন্যার ফোন পেয়ে শুনলাম সোমোর মারা গিয়েছে।”

“তিনি আমার কোচ, মেন্টর ছিলেন। তার সবকিছুই অনুসরণ করতাম। ব্যাটিংও তার মত করার চেষ্টা করতাম এমনকি কথা বলার স্টাইলও। আমার জন্য এতকিছু করার জন্য ধন্যবাদ।”

১৯৬০ দশকে নার্সকে বলা হত অন্যতম একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। তার ব্যাটিং পাওয়ার এবং স্ট্রোকের কারণে বেশ পরিচিত ছিলেন তিনি। উইন্ডিজের জার্সি গায়ে ২৯টি টেস্ট খেলেছেন সোমোর নার্স। ২৯ টেস্টে ৪৭.৬০ গড়ে করেছিলেন ২৫২৩ রান। ছিল ১১টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি।

ক্রিকেট থেকে অবসরের পরে কোচিংয়ে যোগ দেন সোমোর নার্স। ছিলেন বার্বাডোজের কোচ এবং প্রধান কোচ ছিলেন বার্বাডোজ জাতীয় স্পোর্টস কাউন্সিলের।

পিবিএ/এমএস

আরও পড়ুন...