‘কংগ্রেস ক্ষমতায় এলে জেলে যাবে মোদি’

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

পিবিএ ডেস্ক: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাফালের তদন্ত করবে এবং তদন্তের পর নিশ্চিত জেলে যাবেন নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার নাগপুরে একটি নির্বাচনী জনসভায় রাহুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী রাফাল চুক্তিটি বদল করে দেন এবং যুদ্ধ বিমানের দাম বাড়িয়ে দেন। রাহুল বলেন, ‘‌প্রত্যেকটি যুদ্ধ বিমানের দাম ৫৩৬ কোটি কিন্তু যখন কেনা হয় সেগুলির দাম বেড়ে দাঁড়ায় ১,৬০০ কোটি করে। এটা নিয়ে তদন্ত করা দরকার এবং চৌকিদারকে জেলে ঢোকানো উচিত।’‌

কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘‌আপনি কখনও দেখেছেন শ্রমিকের বাড়ির বাইরে চৌকিদার রয়েছে?‌ না, চৌকিদারদের পাওয়া যাবে অনিল আম্বানির বাড়ির বাইরে। হাজার হাজার চৌকিদার তাঁর বাড়ির বাইরে চুরি করা টাকা পাহারা দিচ্ছেন।’‌

ভারতের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভারতের রাজনৈতিক নেতারা ব্যাপকহারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী সভার ভাষণে প্রতিপক্ষ দলকে কটাক্ষ করছেন।

২০১৪ সালে বিজেপি আসার পর স্লোগান ছিল ‘‌আচ্ছে দিন আয়েঙ্গে’‌, যা গত চার বছরে পরিণত হয়েছে ‘‌চৌকিদার চোর হ্যয়’‌, জানান রাহুল।

১৬ মার্চ বিজেপির ‘‌ম্যায় ভি চৌকিদার’‌ প্রচারের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই গোটা দেশের বিজেপি নেতৃত্বরা নিজেদের সোশ্যাল সাইটের অ্যাকাউন্টে তাঁদের নামের আগে চৌকিদার লেখেন এবং নির্বাচনের এই প্রচারকে সসমর্থন করেন।

রাহুল গান্ধী এদিন বলেন, ‘‌২০১৪ সালে প্রধানমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি ২ কোটি যুবককে চাকরি দেবেন এবং তাঁদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন সকলের সামনে সত্যটা চলে এসেছে। আমি সত্যি কথা বলি কারণ আমার সঙ্গে জনগণের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি আপনাদের সঙ্গে ১০, ১৫, ২০ বছর ধরে কাজ করতে চাই। তাই আমি মিথ্যা বলতে চাই না আপনাদের কাছে।’‌

ভারতে কয়েক দফায় লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১১ এপ্রিল ভোট হবে ২২টি রাজ্যের মোট ৯১ টি আসনে। এরপর ১৮ এপ্রিল দ্বিতীয় দফা, ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম দফা, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...