কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেফতার

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চকবাজার থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করে।

কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরীকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে কি না, সেটা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, ‘কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে। রাতেই তাঁকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

এক প্রশ্নের জবাবে শাকিলা সুলতানা বলেন, গ্রেফতারের সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...