কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে নিহত-৩

পিবিএ,কক্সবাজার: ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে কক্সবাজারের চকরিয়ায় বমুবিলছড়িতে স্বামী-স্ত্রীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বমুরকুল এলাকায় পাহাড় ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরদিন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পূর্ববড়ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় রাস্তাপারাপারের সময় পানির তোড়ে এক যুবক নিখোঁজ হয়েছে।

পাহাড় ধসে নিহতরা হলেন, বমুবিলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের বমুরকুল এলাকার দিনমুজুর মো: আনোয়ার সাদেক (৩৬) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২৫)। নিখোজ যুবক পূর্ববড়ভেওলা ইউনিয়নের দিয়ারচর এলাকার জামাল উদ্দিনের পুত্র মোহাম্মদ রাজু (২৬) ।

কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়নের বাসিন্দা অধ্যাপক সোলতান আহমদ বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের বমুরকুল এলাকায় পাহাড় ধসে একটি বসতঘরের ওপরে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় স্বামী-স্ত্রী মারা যান। পরে স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না বলে জানান তিনি। ওইব্যক্তি পেশায় একজন দিনমজুর।

পূর্ববড়ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকার বাসিন্দা মো: আলাউদ্দিন জানান, টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পুরো এলাকা প্লাবিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জকরিয়া সড়কের আটারকুম এলাকায় বন্যার পানির তোড়ে মোহাম্মদ রাজু নামের একযুবক নিখোজ হয়েছে। এসময় স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে খোজাখুজির পরও উদ্ধার করা সম্ভব হয়নি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, বমুবিলছড়ি এলাকায় পাহাড় ধসে একটি পরিবারে স্বামী-স্ত্রী মারা যায়। স্থানীয় চেয়ারম্যান লোকজনের সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোজ যুবকটি খোজ পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পিবিএ/এমএইচ/বিএইচ

 

আরও পড়ুন...