কক্সবাজারেে ইয়াবা নিয়ে প্লেন যাত্রী আটক

পিবিএ, কক্সবাজার : কক্সবাজার বিমানবন্দরে ১২টি প্যাকেট মোড়ানো ইয়াবা নিয়ে আকাশে উড়াল দিতেন প্লেন যাত্রী আশিকুর রহমান পলিন (২২)। কিন্তু বিমানবন্দর কর্মকর্তাদের দফায় দফায় তল্লাশিকালে থেমে গেল তার যাত্রাপথ। কারণ, তার ব্যাগে বহনকৃত শ্যাম্পুর বোতলের ভেতরে পাওয়া যায় ১ হাজার ৮৫০ পিস ইয়াবা।

কক্সবাজার বিমানবন্দরে  ১২টি প্যাকেট মোড়ানো ইয়াবা নিয়ে আকাশে উড়াল দিতেন প্লেন যাত্রী আশিকুর রহমান পলিন (২২)।
কক্সবাজার
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশি কক্ষ থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব। আটক আশিকুর রহমান পলিন ময়মনসিংহের ইশ্বরদী থানার ধনু বড়বাঘ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, তথ্য অনুযায়ী পলিনকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি এসব ইয়াবা ঢাকা নিয়ে যাচ্ছিলেন। বিমান বাংলাদেশ এয়ার লাইনসের যাত্রী ছিলেন আটক পলিন।
র‌্যাব-১৫ ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিবিএ/টিএ /আরআই

আরও পড়ুন...