কক্সবাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের নয়া পাড়ায় ভয়াবহ আগুনে কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানায়, খরুলিয়া নয়া পাড়া গ্রামের বাসিন্দা এন্ডা মিয়ার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
সেখান থেকে একটি বসতঘর, রান্নাঘরসহ পুড়ে ছাই হয়। রাত সাড়ে সাতটায় এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এন্ডা মিয়া বলেন, অগ্নিকাণ্ডে তিনিসহ চারজনের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পিবিএ/টিএ/এমএসএম

আরও পড়ুন...