পিবিএ,ঢাকা: কক্সবাজারে নবগঠিত এডহক ভিত্তিতে পরিচালিত র্যাবের নতুন ব্যাটালিয়ন “জঅই-১৫” এর অভিযানে কক্সবাজার সদরের ঝাউবন এলাকা থেকে ২ টি দেশীয় তৈরী অস্ত্র এবং ১ টি লোহার পাইপসহ ডাকাত মোঃ নেজাম উদ্দিন (৩২)কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার ১৮ ফেব্রুয়ারি র্যাব ফোর্সেস সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক এগারোটার দিকে কক্সবাজার সদরের ঝাউবন এলাকা আভিযান চালিয়ে আসামী মোঃ নেজাম উদ্দিন কে আটক করা হয়েছে। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামীর দেহ তল্লাশী করে ২ টি কিরিচ এবং ১ টি লোহার পাইপ উদ্ধারকরা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন এলাকায় ডাকাতি ও লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিতো। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদক, খুন, ডাকাতিসহ ১২ টি মামলা রয়েছে।
পিবিএ/হক