কক্সবাজারে পাহাড় থেকে পড়ে হাতির মৃত্যু !

পিবিএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে রামু খুনিয়া পালং এর পাহাড়ি এলাকায় এ হাতির মৃত্যু হয়।

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, খুনিয়া পালং ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোয়ালিয়া ঝুকড়ি পাড়া গ্রামে পাহাড় থেকে পড়ে একটি হাতি মারা যায়।

খবর পেয়ে, উপজেলা নির্বহী কর্মকর্তা, বন বিভাগ ভেটেনারি সার্জন এর নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিবেশবাদী সংগঠন ইনভায়রমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, বন জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার কারণে খাদ্যের অভাবে বন্যহাতি গুলো লোকালয়ে খাবার সংগ্রহে আসতে গিয়ে বিপদে পড়ছে। নানা ভাবে একের পর এক বন্যহাতি গুলো মারা যাচ্ছে। এটা আমাদের জন্য ভালো খবর না। বন্যহাতি গুলোকে আমাদের প্রয়োজনে বাঁচিয়ে রাখতে হবে।

ঘটনাস্থল ঘুরে এসে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, হাতিটি যেখানে মারা গেছে সেটি একটি পাহাড়ি এলাকা, আশপাশে কোন বিদ্যুৎ নেই বাড়িঘর নেই। ভেটেনারি সার্জন এর নেতৃত্বে একটি টিম হাতিটির সুরতহাল করেছে। আজকের মধ্যে হাতিটিকে তার পাশে মাটিতে (দাফন) পুঁতে ফেলা হবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মরে যাওয়া হাতিটির অনেক বয়স হয়েছে বলে মনে হয়েছে। ডুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বিশেষ সার্জন এসে হাতির দাঁত গুলো সংগ্রহ করে। সরকাির বিধি মোতােবেক দাঁত গুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে।
তাহজীবুল আনাম

আরও পড়ুন...