কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

Gun Fight_PBA---1
প্রতীকী ছবি

পিবিএ,কক্সবাজার: কক্সবাজারে পৃথক ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে তারা নিহত হন। পুলিশের দাবি, নিহতদের মধ্যে দুজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী এবং অন্যজন পর্যটক হত্যা মামলার আসামি।

পুলিশ জানায়, মধ্যরাতে টেকনাফের রাজেরছড়া এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযানে গেলে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী টেকনাফের নাজিরপাড়া এলাকার নূর মোহাম্মদ ও জালিয়াপাড়ার নুরুল আমিন।

ঘটনাস্থল থেকে ৮টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড গুলি ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে কক্সবাজার শহরের খুরুশকুল এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী কোরবান আলী নিহত হন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কোরবান আলী পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার আসামি ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...