পিবিএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড নাটমোরা এলাকার বাসিন্দা মো. হানিফ নামের এক মাদক ব্যবসায়ী পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত হানিফ ওই এলাকার মোঃ কাসেম আলীর কনিষ্ঠ পুত্র ।
২৩ মে বৃহস্পতিবার রাত বারোটার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে উপকূলীয় এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে মাদক কারবারি হানিফ নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন। এবং অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়, গত ২২ মে বুধবার সকালে পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক কারবারি হানিফকে আটক করা হয় ।
রাতে হানিফের দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সাথে করে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে উপকূলীয় এলাকায় মাদক উদ্ধার অভিযানে গেলে পুলিশ কে লক্ষ্য করে প্রতিপক্ষ গুলি ছুড়ে। পুলিও পাল্টা গুলি ছুড়লে হানিফ গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাস পিবিএ’কে জানান, নিহতের ময়নাতদন্তের রিপোর্টের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/টিএ/হক