পিবিএ,কক্সবাজার: কক্সবাজার টেকনাফের ইয়াবা কিং হাজী সাইফুল করিমের দুই সহোদর ভাই রাশেদুল করিম ও মাহাবুবুল করিমকে বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্রসহ আটক করেছে টেকনাফ থানা পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি পিবিএকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিলবনীয়া পাড়া মোহাম্মদ হানিফের বাড়িতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ইয়াবা ডন সাইফুল করিমের ভাই মাহমুদুল করিম ও রাশেদুল করিমকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। ইয়াবা ডন সাইফুল করিম মাদক বিরোধী সাড়াশি অভিযান শুরু হলে আত্ম গোপনে চলে যায়। দীর্ঘদিন পর হলেও ইয়াবা ডন সাইফুল করিমের দুই সহোদর ভাইকে আটক করায় টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসি।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিকতার আড়ালে সাইফুলের ইয়াবা ব্যবসায় সহযোগীতা করতো দুই ভাই। এদের মধ্যে রাশেদুল করিম টেকনাফ বার্তা ২৪ ডটকম নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও টেকনাফ সাংবাদিক ইউনিটির যুগ্ন সম্পাদক ছিলেন। পাশাপাশি একটি এনজিও সংস্থায় চাকরি করতেন তিনি। অন্যদিকে মাহবুবুল করিম ওয়ান নিউজ বিডি নামে একটি পোর্টালের সম্পাদক ও প্রকাশক।
পিবিএ/টিএ/আরআই