পিবিএ,কক্সবাজার: কক্সবাজার শহরের ঝাউতলা থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ ৫নং গলির বিভূতিভূষণ পালের ছেলে শ্যামল পাল (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সোমবার (২৭মে) দুপুরে শহরের ঝাউতলা এলাকার ৫নং গলিতে একটি মিনি বাসে করে ওষুধগুলি নিয়ে আসে একটি চক্র। পরে গাড়ি থেকে নামানোর সময় সন্দেহ হলে স্থানীয়রা ওষুধসহ একজনকে জিম্মি করে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সরকারি হাসপাতালের বরাদ্দকৃত বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।
জব্দ হওয়া ওষুধের মধ্যে ১শ টি স্যালাইন, ২৪শত পিচ স্যালাইন সেট যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সরকারি ওষুধ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন খন্দকার।
পিবিএ/টিএ/আরআই