পিবিএ,কক্সবাজার: কক্সবাজার শহরের উত্তর তারাবনিয়ারছড়া এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে উত্তর তারাবনিয়ারছড়া এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, আত্মসমর্পণকারী আবু তাহেরের বড় ভাই ও টেকনাফের লেদা এলাকার জালাল আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক, তার সহযোগী কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার কাদির বশরের ছেলে মোহাম্মদ আয়াছ (৩০) ও টেকনাফের মহেশখালীয়া পাড়ার নুর আহমদের ছেলে সেলিম উদ্দিন।
র্যাব-১৫ কক্সবাজারের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান পিবিএ কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/টিএ/আরআই